আমরা কেন সফলতার শীর্ষে
আমরা কেন সফলতার শীর্ষে
আমরা ক্লাস নেয়ার পর শিক্ষকের তদারকিতে পাঠ্যের তাকরার করিয়ে থাকি।প্রত্যেকটি অধ্যায় কে পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে শেষ করি যাতে উক্ত অধ্যায়ে পূর্ণ দক্ষতা অর্জন হয়।
নিজস্ব গবেষণালব্ধ সহজ পদ্ধতিতে নাহু ও ছরফের (আরবী ব্যাকরণ) শিক্ষা দেয়া হয়।
হাফেয ছাত্রদেরকে হাফেয শিক্ষক দ্বারা দৈনিক তেলাওয়াত ও দাওর করানো হয়।
দৈনিক রোজ নামচা আরবী ও ইংরেজিতে লিখানো হয়।
বাংলা সাহিত্য চর্চায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পাক্ষিক সেমিনারে বাংলা, ইংরেজি ও আরবী বক্তৃতার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে যে কোনো প্রশ্নের উত্তর নিজ থেকে লিখার উপযোগি করে গড়ে তোলা হয়।
No comments